দিনাজপুরের ঘোড়াঘাটে ওয়ারেন্টভুক্ত ২ জনকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
জানা যায়, রবিবার (১৩ ডিসেম্বর) রাতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিনের নেতৃত্বে থানা পুলিশের অভিযানে মাদক মামলার ২ জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার চাটশাল গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ময়নুল ইসলাম মাস্টার (৪৬) ও উপজেলার কৃষ্ণরামপুর মাঠিয়াল এলাকার মোকসেদ আলীর ছেলে ফারুক মিয়া (৩১)।
ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদের সোমবার দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।