হবিগঞ্জের মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়নের শিমনা চড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মিজান মিয়া (৩৫) নামে এক ব্যক্তি কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।৩১ মার্চ (বুধবার) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। মিজান মিয়া উত্তর সুরমা গ্রামের রুস্তম আলীর ছেলে।
জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ও ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আহমেদ এ অভিযান পরিচালনা করেন।মোবাইল ফোনে কথা হলে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আহমেদ বলেন মাধবপুর উপজেলার কোথাও বালুর মহালের কোন ইজারা নাই।যারা অবৈধভাবে বালু উত্তোলন করবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান সবসময় চলমান থাকবে।