• শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ০৮:৫৫ অপরাহ্ন
  • বাংলা বাংলা English English
শিরোনাম
সুনামগঞ্জে নদীতে ডুবে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার ঘোড়াঘাটে প্রতিবন্ধী ভাতার চেক আটক রেখে টাকা দাবীর অভিযোগ ইসলামপুরে গ্রামীন জনপদে শহরের ছোঁয়া সন্ধ্যা নামতেই মেঠপথ আলোকিত মাদারীপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মাড়া গেলেন পুলিশ সদস্য শাল্লায় সাম্প্রদায়িক হামলার ঘটনার আরো এক আসামী গ্রেফতার মনোহরদীতে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন এড. হারুনুর রশিদ বকশীগঞ্জে মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার সামির ছাত্তারের উদ্যোগে নগদ অর্থ বিতরণ ইসলামপুরে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ আলফাডাঙ্গায় পুকুরে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু সিরাজদিখানে লকডাউনে দোকান খোলায় ১৪ প্রতিষ্ঠানকে জরিমানা

লক্ষ্মীপুর-২ উপনির্বাচন

লক্ষ্মীপুর-২ উপনির্বাচন: ৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ হয়েছে : বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১ | ৪:৫৭ pm
                             
                                 

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন সহ ৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অপর দাখিলকৃত দুই প্রার্থী হলেন জাতীয় পার্টির প্রার্থী শেখ ফয়জুল্লাহ শিপন ও বাংলাদেশ কংগ্রেসের আবুল কালাম আজাদ। এ আসনে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন তিন জন।

মনোনয়ন দাখিলের শেষ দিন বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা নির্বাচন অফিসে রিটানিং কর্মকর্তা মোঃ দুলাল তালকুদারের নিকট মনোনয়ন পত্র জমা দেন এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আবু তাহের, জেলা যুবলীগ সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী খোকন, শামছুল ইসলাম পাটওয়ারী, সাঈদুল বাকীন ভূঁইয়া, জাকির হোসেন ভূঁইয়া আজাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এদিকে এর আগে বেলা ১১টায় দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে রায়পুর নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির প্রার্থী। এছাড়া একই দিন দুপুরে ওই কার্যালয়ে বাংলাদেশ কংগ্রেসের আবুল কালাম আজাদও মনোনয়ন পত্র জমা দেন বলে জানায় নির্বাচন কমিশন।

এদিকে আওয়ামী লীগের প্রার্থী গণমাধ্যমকে বলেন, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায় আওয়ামী লীগ। এ আসনটি দীর্ঘ বছর ধরে অবহেলিত রয়েছে। এখানে উন্নয়ন সম্ভাবনা রয়েছে অনেক। নির্বাচিত হলে প্রধানমন্ত্রী ঘোষিত নৌ-বন্দর স্থাপনসহ জনগণের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি।

এসময় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বলেন, আমরা মনে করি ভ্রাতৃত্বের সম্প্রীতিতে এখানে ভোট অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল, নির্বাচন করতে পছন্দ করে। নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিতে পছন্দ করে দলটি।

নির্বাচন রিটানিং কর্মকর্তা মোঃ দুলাল তালকুদার মনোনয়ন পত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৯ মার্চ শুক্রবার সকাল ১০টায় যাচাই বাছাই, ২৪ তারিখ প্রার্থীতা প্রত্যাহার এবং ২৫ মার্চ প্রতীক বরাদ্ধ করা হবে। এ আসনে আগামী ১১ এপ্রিল ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি ।

উল্লেখ্য, লক্ষ্মীপুর-২ রায়পুরের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের অর্থ ও মানব পাচার মামলায় সাজা হওয়ায় শুন্য হয় আসনটি।

সংবাদটি শেয়ার করুন
  • 56
    Shares


এই বিভাগের আরো খবর