বাংলাদেশ আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদাক,মাদারীপুর ৩আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান মিয়া গোলাপ এমপি, আজ রবিবার সকালে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে করোনার টিকা গ্রহন করেন।
তিনি সম্পুর্ণ সুস্থ ও ভালো আছেন।
ড.আবদুস সোবহান মিয়া গোলাপ এমপি জানান, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন কোভিড ১৯ এর টিকা উদ্ধাভিত হলেই বাংলাদেশের মানুষ প্রথম পর্যায়ে পাবে, তিনি তার কথা রেখেছেন এবং বিনা মূল্যে প্রদান করা হচ্ছে। বাংলাদেশের মানুষকে তিনি তার সন্তানের মতো আপন করে দেখেন।
আল্লাহ নেত্রীকে ভালো ও সুস্থ রাখলে আল্লার রহমনে যে কোন রকম বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য সঠিক সিদ্ধান্ত ও পদক্ষে নেওয়ার ক্ষমতা দিয়েছেন। আমরা প্রধান মন্ত্রীর জন্য দোয়া করবো। তিনি কোনও প্রকার গুজবে কান না দিয়ে কালকিনি ,মাদারীপুর সহ সমস্ত বাংলাদেশের মানুষকে করোনা টিকা গ্রহন করার জন্য অনুরোধ জানিয়েছেন।