নানা আয়োজনের মধ্য দিয়ে মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উদযাপিত হয়েছে বসন্ত বরণ। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, সহকারী কমিশনার (ভূমি) হাসিনা মমতাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, কাজী জালাল উদ্দিন, গয়েশপুর ইউপি চেয়ারম্যান আবদুল হালিম, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন, কৃষি অফিসার সালমা জাহান নিপা, পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির কুমার শিকদার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য জোটের সভাপতি অপূর্ব মিত্রসহ সরকারি বেসরকারি কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীগণ ।
সকালে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে বর্নাঢ্য পিঠা মেলা অনুষ্ঠিত হয়। বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন পল্টুর উপস্থাপনায় উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।