সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় হামলায় ক্ষতিগ্রস্থ সংখ্যালঘুদের গ্রাম নোয়াগাঁও পরিদর্শন করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দল।
তারা আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে নোয়াগাঁও গ্রামের সাম্প্রদায়িক হামলার নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদেরকে বিচারের আওতায় আনা হবে বলে আশ^াস দিয়ে ক্ষতিগ্রস্থ গ্রামবাসীর হাতে আর্থিক সহায়তা তুলে দেয়।
এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় নেতা সুজিত চন্দ্র নন্দি, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার ডাল্টন তালুকদার, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলামিন চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হককে নিয়ে ঝুমন দাস আপন নামের এক যুবক ফেসবুকে কুটক্তি করার কারণে সংখ্যালঘুদের নোয়াগাঁও গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর ও মন্দির ভাংচুর ও লুটপাট করা হয়।