সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার সকালে নকশীকাঁথার বাস্তবায়নে ৬টি সমবায় সমিতির নেত্রীদের সমবায়ে উদ্বুদ্ধকরণ বিষয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী। সমবায় নীতিমালা, বাজেট প্রণয়ন, হিসাব বিবরণী, উদ্যোক্তা সৃষ্টি, নিরাপদ খাদ্য সহ অন্যান্য বিষয়ে মতবিনিময় সভায় সহায়ক হিসাবে বক্তব্য রাখেন নকশীকাঁথার সমন্বয়কারী তপন কুমার কর্মকার, কৃষিবিদ ফকির তৈয়ুবুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লক্ষ্মী রানী, গীতা রানী, শাহিদা বেগম, অলোকা মন্ডল প্রমুখ।