”যদিও মানছি দুরত্ব তবুও আছি সংযুক্ত” এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও প্রযুক্তি বিভাগের সহযোগীতায় শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে চিত্রাংকন প্রতিযোগীতা, উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ১৬টি দল অংশগ্রহন করে। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম।
এসময় উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসান, কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা, পল্লীবিদ্যুতের এজিএম প্রকৌশলী সাইদুর রহমান, ভেটিরিনারী সার্জন ডাঃ রতন কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।