জয়পুরহাটের আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে ফাতেমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা আতœহত্যা করেছে।
সোমবার গভীর রাতে নিজ ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে সে আতœহত্যা করে বলে ধারনা করছে তার পরিবার। ফাতেমা উপজেলার সোনামুখী ইউপির মোহাম্মদপুর লদাপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী।
এ বিষয়ে ফাতেমার পুত্রবধু রুলী বলেন, আমার শাশুড়ী দীর্ঘদিন থেকে মাথার মাথার সমস্যায় ভুগছিলেন। আমরা চিকিৎসা করেও ভাল করতে পারিনি। রোববার রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। সোমবার সকালে ঘুম থেকে উঠে তাকে পাশের ঘরের তীরের সাথে ঝুলতে দেখি। আমার চিৎকারে পরিবারের অন্যরা এগিয়ে এসে তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে।
আক্কেলপুর থানার ওসি আব্দুল লতিফ খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসাপতালের প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।