জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভা নির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে নৌকায় ভোট প্রার্থনা করছেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী শহিদুল আলম চৌধুরী। দিনে গণসংযোগ আর রাতে উঠান বৈঠক করছেন তিনি।
আগামী ১৪ ফেব্রুয়ারী আক্কেলপুর পৌরসভায় ভোট। ইতি মধ্যেই এখানে প্রচার-প্রচারণা তুঙ্গে। আওয়ামীলীগের প্রার্থী শহিদুল আলম চৌধুরীর মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি মনোনীত প্রার্থী আলগীর চৌধুরী বাদশার সঙ্গে। তবে বিদ্রোহী প্রার্থী থাকার কারণে বিএনপি প্রার্থী খুব একটা সুবিধা করতে পারছেন না।
বৃহস্পতিবার দিনভর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রতিটি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোটারদের ভোট প্রার্থনা করছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী শহিদুল আলম চৌধুরী।
পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাধারণ ভোটাররা বলছেন, নৌকার মার্কার প্রার্থী খুব সকালে এসে আমাদের বাড়ি বাড়ি দিয়ে ভোট চাচ্ছে। অন্য প্রার্থীরা এতো সকালে এসে কখন ভোট চাইনি। এবার আর আমরা ভুল করবো না, উন্নয়নের স্বার্থে এক যোগে নৌকা মার্কায় ভোট দিবো।
নৌকার মার্কার মেয়র প্রার্থী শহিদুল আলম চৌধুরী বলেন, আমরা আওয়ামীলীগের সকল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের নিয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডের সাধারণ ভোটারদের দ্বারে-দ্বারে গিয়ে ভোট ভিক্ষা চাচ্ছি। আমি শতভাগ আশাবাদী পৌরসভার উন্নয়ন অব্যহত রাখতে সকল ভোটাররা তাদের পবিত্র একটি ভোট দিয়ে আমাকে মেয়র নির্বাচিত করবে।