জামালপুরের ইসলামপুরে দূর্গম চরাঞ্চলের অসহায় নদী ভাঙ্গন চাষীদের মাঝে উন্নত জাতের পাটের বীজ বিতরণ করা হয়েছে। পাট উন্নয়ন অধিদপ্তর ইসলামপুরের আয়োজনে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে দূর্গম চরাঞ্চল টগার চর,গিদাগাড়ী,হাড়গিলা ও মাইজবাড়ী গ্রামের ৭৫জন কৃষকের মাঝে ১কেজি করে পাট বীজ ও ১৫কেজি সার বিতরণ করা হয়।
সোমবার বিকালে একতা বাজার কিন্ডার গার্ডেন স্কুল মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামাল আব্দুন নাছের বাবুল অসহায় কৃষকের মাঝে পাটবীজ ও সার তুলে দেন। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আজাদুল হক,নোয়ারপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইদুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ্ এর আগে পলবান্ধা ইউনিয়নের ২শত জন কৃষকের মাঝে পাট বীজ ও সার বিতরণ করা হয়।