জামালপুরের ইসলামপুরে জীবন জীবিকায়ন সেবা প্রদানকারীদের নিয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিট আয়োজনে দিনব্যাপী বিআরডিবি হল রুমে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ছানোয়ার হোসেন প্রশিক্ষনের উদ্বোধন করেন ।
রেড ক্রিসেন্ট সোসাইটির জামালপুর জেলা কর্মকর্তা মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে এতে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা কামরুল হাসান,উপজেলা কৃষি কর্মকর্তা এ এল এম রেজাওয়ান,বিআরডিবি কর্মকর্তা নাছির উদ্দীন, রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের লাইভ লিহুড কোর্ডিনেটর কামরুল হাসান, জামালপুর ইউনিটের সহকারী প্রোগ্রাম অফিসার শাহাদত হোসেন রানা বক্তব্য রাখেন্।
এতে সরকারী বিভাগ ও বেসরকারী সংস্থার প্রতিনিধি সহ অন্যন্য সদস্যবৃন্দের অংশ গ্রহনে প্রশিক্ষনে জীবন জীবিকায়ন সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।