বুধবার বিকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর সদরের ইসলামিয়া কলেজের বহুতল একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। ভিত্তি প্রস্থর অনুষ্ঠানে ভার্চুয়ালে যোগদেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক, গণপরিষদ সদস্য ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মো: মোসলেম উদ্দিন এডভোকেট।
কলেজ মাঠে আয়োজিত পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ মো: নূরুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল কালাম আজাদ, কলেজের আজীবন দাতা সদস্য ইমদাদুল হক সেলিম, অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম প্রমুখ অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন।