স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা আনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এর আগে সেখানে পায়রা ও বেলুন উড়িয়ে দুই দিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর।
র্যালি শেষে উপজেলা মুক্ত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আছলাম হোসেন সওদাগর এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরি, উপজেলা নির্বাহী কর্মকতা দীপক কুমার দেব শর্মা,ওসি মুহা. আতিয়ার রহমান প্রমুখ।