‘কোভিড-১৯ প্রতিরোধে আমি টিকা নিয়েছি, সুস্থ আছি-আপনিও টিকা নিন, সুস্থ থাকুন’ স্লোগানে করোণার টিকা গ্রহণ ও উদ্বুদ্ধকরণ সংক্রান্ত জনসচেতনতা র্যালি ও আলোচনা সভা হয়েছে যশোরের মণিরামপুরে। সোমবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আনসার-ভিডিপি কার্যালয় র্যালির আয়োজন করে।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অনুপ কুমার বসু, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক মণিরামপুর শাখার ব্যবস্থাপক সুধাংশু কুমার দাস প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। এছাড়া আনসার-ভিডিপির প্রশিক্ষক ফাতেমা সিনহা, আবুল হোসেনসহ সংস্থার শতাধিক সদস্য র্যালিতে অংশ নেন।