গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের একটি বাড়িতে বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৩ জন আহত হয়েছেন।
বুধবার (মার্চ ২৪) বিকেলে কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে বোরহান মিয়ার বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, বাড়ির মালিক বোরহান মিয়া (৩৬) একই গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে অহেদুল (৪০) এবং অন্য একজন তার নাম পরিচয় পাওয়া যায়নি । ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। অপরজন বোরহান মিয়াকে হাসপাতলে নেয়ার পথে তিনি মারা যান।
স্থানীয়রা জানান, অপরিচিত কয়েকজন ব্যক্তি বোরহানের বাড়িতে প্রবেশ করে। এসময় বাড়ির মধ্যে শোরগোল ও গুলির শব্দ শুনতে পান তারা। পরে বিকট শব্দে বিস্ফোরণে ঘরের টিনের চাল উড়ে যায়। এ ঘটনায় ওই ৩ ব্যক্তি নিহত হন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। এ ঘটনার মূল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।