ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়ন ভুমি অফিসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শুক্রবার (২৬ শে মার্চ) পতাকা উত্তোলন করা হয়নি।
ওইদিন দুপুর ১.১৩ মিনিট সময় সরেজমিনে গিয়ে দেখা যায় মহান রামগোপালপুর ইউনিয়ন ভুমি অফিসে স্বাধীনতা দিবসে কোন পতাকা টানানো নেই।
সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কোন পতাকা না টানানোয় এলাকাবাসীর মাঝেক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে রামগোপালপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, আমি যে সময় আসছি সে সময় পতাকা টানানো ছিল। কখন এসেছেন তা জানতে চাইলে তিনি জানান সকাল ৯টায়। কিন্তু পরে বলেন, আমি তাদের বলছি পতাকা টানানোর জন্য। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আবিদুর রহমান বলেন সকাল থেকে তারা উপজেলায় প্রোগ্রামে ছিল।