স্টাফ রিপোর্টার ॥
দুস্থ ও শীতার্থ পৌরবাসীর মাঝে কম্বল বিতরণ করেছেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাছুম ভূঁইয়া। শুক্রবার (৪ ডিসেম্বর) লক্ষ্মীপুর পৌর শহরের বিভিন্ন স্থানে প্রায় ৫ শতাধিক জনের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এর পূর্বে পৃথক অনুষ্ঠানেও তিনি কম্বল বিতরণ করেন। পৌরবাসীর জন্য এ কর্মসূচী অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না, জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ভুলু, সাংবাদিকসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, মোজাম্মেল হায়দার মাছুম ভূঁইয়া শহরের রেহান উদ্দিন ভূঁইয়া বাড়ির কৃতি সন্তান। তিনি গ্রীন ক্যাবল নেটওয়াক, ইন্টারনেট সেবাদান প্রতিষ্ঠান লক্ষ্মীপুর অনলাইন ও হ্যাপী সিনেমা হলের স্বত্বাধিকারী ও জেলা আওয়ামী লীগের ২ বারের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। আসন্ন লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী।