‘মুজিববর্ষ’ উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভূমিহীন ও গৃহহীন ৫০ পরিবার ২শতক জমির কবুলিয়াত, খতিয়ান, ডিসিআর ও একটি করে আধা পাকা বাড়ির কাগজপত্র হস্তাস্তর করা হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে আজ শনিবার সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর হস্তান্তরের অনুমতি পেলে এসব ঘর হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মো: মোসলেম উদ্দিন এডভোকেট।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোহা: আজিজুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান প্রভাষক ফারজানা শারমিন বিউটি, জেলা পরিষদ সদস্য রুহুল আমিন, পৌর মেয়র গোলাম কিবরিয়া, জেলা আ’লীগ নেতা এড. ইমদাদুল হক সেলিম, উপজেলা আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।