ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির পক্ষে- মঙ্গলবার বিকালে পৌর সদরে মিছিল হয়েছে। পূর্ব অনুমতি না নেওয়ায় মিছিলেই পুলিশ বাঁধা দেয়।
জানা যায়, দীর্ঘদিন পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত জেলা ছাত্রদলের প্যাডে ফুলবাড়ীয়া উপজেলা, পৌর ও কলেজ শাখার পৃথক পৃথকভাবে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ২২ ফেব্রæয়ারি অনুমোদন করা হয়। অনুমোদিত সেই কমিটিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দ্যা সূর্যসেন হলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম সরকার এর পক্ষের ছাত্রনেতারা বেশি স্থান পায়। মিছিলটি উপজেলা পরিষদের সামনে আসলে পুলিশ বাঁধা প্রদান করে। অপরদিকে অনুমোদিত কমিটির নেতাকর্মীরা সিনিয়র নেতাদের অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা মিছিল বের করলে ভালুকজান ব্রীজের কাছে পুলিশ বাঁধা দেয়। বাঁধা উপেক্ষা করে মিছিল করতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ২জন ছাত্রনেতাকে আটক করা হয় এবং ৩০মিনিট পর ছেড়ে দেওয়া হয়।