\
জামালপুরের বকশীগঞ্জে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও মুন মুন জাহান লিজার সভাপতিত্বে আলোচনায় সভায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার , সহকারী কমিশনার (ভূমি) ¯িœগ্ধা দাস, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম স¤্রাট, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, বগারচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনা প্রমুখ।
আলোচনা সভা শেষে সকল শহীদ বুদ্ধিজীবীর রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।