জামালপুরের বকশীগঞ্জে ২০২০-২০২১ অর্থ বছরের আওতায় উপজেলা পরিষদের রাজস্ব উন্নয়ন তহবিল (উদ্বৃত্ত) থেকে ধানুয়া কামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ৩২ টি হতদরিদ্র ও দুস্থ পরিবারকে নলকূপ ও নলকূপ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদের উদ্যোগে রোববার দুপুরে উপজেলা চত্বরে নলকূপ বিতরণকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, ইউএনও মুন মুন জাহান লিজা, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ আবুল কালাম আজাদ সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন।