ফরিদপুরের বোয়ালমারীতে ৮ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত এক আসামীকে ধর্ষণের এক মাস পর গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম সোহাগ মোল্যা (১৮)। সে উপজেলার দাদপুর ইউনিয়নের আমুড়দি গ্রামের দুলাল শেখের ছেলে। ধর্ষণের ঘটনার পর আত্মগোপনে থাকা সোহাগ মোল্যাকে শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুর তিনটায় কুষ্টিয়া জেলার মিরপুর থানার অঞ্জনদাসী গ্রামের বিলের মধ্য থেকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল খায়ের মিয়া।
ছাত্রীর মায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই ছাত্রী (১৩) ফরিদপুরের সালথা উপজেলার বিভাগদী গ্রামের বিভাগদী উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়ালেখা করে। গত ৫ জানুয়ারি রাত ৯ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে আসলে বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের আমুড়দি গ্রামের বাকি বিল্লাহের ছেলে মুসা (১৬) ও দুলাল শেখের ছেলে সোহাগ (১৮) ওই ছাত্রীকে গামছা দিয়ে মুখ বেঁধে ফেলে। এ সময় তারা ছুরি দিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আমুড়দি গ্রামের বোসের বাগানে নিয়ে পালাক্রমে উপর্যুপরি ধর্ষণ করে। এ ধর্ষণের ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে ১৫ জানুয়ারি রাতে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী) /২০০৩ এর ৯(৩)’ ধারায় ওই দুই ধর্ষকের নামে বোয়ালমারী থানায় মামলা করেন।
বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল খায়ের মিয়া বলেন, বিষয়টি তদন্তাধীন। এ মুহূর্তে কিছু বলা যাবে না। অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।