মাগুরায় ভাগ্নের বিয়েতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মামা নিহত হয়েছেন বলে জানা গেছে।
১৯ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে মহম্মদপুর উপজেলার ধোয়াইল বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত বানায় শেখ (৪৫) উপজেলার দীঘা ইউনিয়নের জনার্দুনপুর গ্রামের রুস্তম আলী ছেলে। ভাগ্নে আজাদের বিয়ে উপলক্ষে মোটরসাইকেলযোগে বিয়ে অনুষ্ঠানে যাচ্ছিলেন তিনি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ছোট বোনের ছেলের বিয়ে ঠিক হয় উপজেলার সূর্যকুন্ডু গ্রামে। বিয়ের অনুষ্ঠানের সব পর্ব শেষে কনের বাড়িতে যাওয়ার পথে ধোয়াইল বাজার এলাকায় পৌঁছলে অসাবধানতাবশত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর আহত হন বানায় শেখ। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আমিনুল ইসলাম শাওন তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে মহম্মদপুর থানার ডিউটি অফিসার কাজী রিপন মোবাইলে আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন নিহতের পক্ষ কেহ থানায় মামলা করতে আসেনি, কারণ তারা পরস্পর আপন ভাই! কে কার বিরুদ্ধে মামলা করবে?
এঘটনায় দীঘা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।