‘পুলিশ বাড়িয়েছে সেবার হাত, করোনা ভাইরাস নিপাত যাক। করোনা থেকে বাঁচতে চান, মাস্ক পরে বাইরে যান।’ এই প্রতিপাদ্যের আলোকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে ভূরুঙ্গামারী থানার সামনে মাস্ক বিতরণের কর্মসূচীর উদ্বোধন করা হয়। পরে উপজেলার প্রধান প্রধান সড়কে চলাচলকারী মাস্ক বিহীন পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করে থানা পুলিশ। মাস্ক বিতরণ কালে ওসি মুহা. আতিয়ার রহমান, ওসি (তদন্ত) জাহেদুল ইসলাম সহ অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
ওসি মুহা. আতিয়ার রহমান জানান, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের নির্দেশক্রমে সারা দেশের ন্যায় ভূরুঙ্গামারীতে মাস্ক বিতরণ করা হচ্ছে। ভূরুঙ্গামারীতে দুই হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।