দ্বিতীয়ধাপে করোনা ভাইরাসের বিস্তার রোধে মণিরামপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) পলাশ দেবনাথ মণিরামপুর বাজারে আগত জনসাধারণের মাঝে এই মাস্ক বিতরণ করেন। মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অনুপ কুমার বসু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকারসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন। এসিল্যান্ড পলাশ দেবনাথ বলেন, হঠাৎকরেই দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে। মণিরামপুর অঞ্চলে করোনা রোধে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের নির্দেশে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচারণা ও ৩০০ জনের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে।