চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিন¤্র শ্রদ্ধায় ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী হাতে নেয় উপজেলা প্রশাসন। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড. নুরুল আমিন রুহুলের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার।
পরে উপজেলা আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও উপজেলা প্রশাসন, মতলব উত্তর থানা পুলিশ, ছেংগারচর পৌর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, উপজেলা জাতীয় পার্টি, মতলব উত্তর প্রেসক্লাব, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব’সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাসের সভাপতিত্বে ও সহকারি শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার সঞ্চালনায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।