মাদারীপুরের কালকিনিতে মোঃ আইয়ুব আলী ঘরামি নামের এক কৃষকের বাগানের লাউ গাছ কেটে দিয়েছে র্দূবৃত্তরা। এতে করে ওই কৃষকের প্রায় ৫০হাজার টাকার ক্ষতি সাধান হয়েছে। এ ঘটনায় স্থানীয় কমিশনার ও বাজার কমিটির কাছে অভিযোগ দায়ের করেছেন ভ‚ক্তভোগী। আজ রবিবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে ।
ভুক্তভোগীর অভিযোগে জানাযায়, মজিদ বাড়ীর ভুরঘাটা বাজারের ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা খালের পাশের জমিতে লাউ চাষ করেন মোঃ আইয়ুব আলী ঘরামি। এতে করে কে বা কারা রাতের আধারে তার লাগানো লাউ গাছ গুলি রাতের আধারে কেটে রেখে যায়। সকালে স্থানীয়রা জানালে তিনি এসে দেখেন সব গাছ গুলি মড়ে ধলে পড়েছে এবং লাউ গুলি শুকিয়ে যাচ্ছে।
এ ঘটনায় সকালে স্থানীয় কমিশনার নাসির উদ্দিন ও বাজার কমিটির সাধারন সম্পাদক বাগান পরিদর্শণ করে দুঃখ প্রকাশ করেন এবং অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান। এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন জানান, গাছ কাটার ঘটনায় অভিযোগ পাইনি পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।