হবিগঞ্জের মাধবপুর পৌরসভার মেয়রও কাউন্সিলরগন কে সংবর্ধনা দেয়া হয়েছে।মঙ্গলবার বিকালে পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের উদ্যেগে উপজেলা অফিসার্স ক্লাব প্রঙ্গনে এসোসিয়েশনের সভাপতি সনজিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সচিব মোঃ আমিনুল ইসলাম, সহঃপ্রকৌশলী মোঃসহিদুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা হিরেন্দ্র চন্দ্র পাল,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ,প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলা উদ্দিন, যুগান্তন প্রতিনিধি রোকন উদ্দিন লস্কর কাউন্সিলর বাবুল হোসেন, দুলাল খাঁ, আব্দুল হাকিম,সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর সপ্না পাল,ইসরাত জাহান ডলি, প্রশাসনিক কর্মকর্তা বিনয় রায় অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ ইজাজুর রহমান রাকিব।