রংপুরে রুফ ক্রপ কেয়ার লিঃ এর মানসম্মত ফসল উৎপাদন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার নগরীর এনজিও ফোরাম নামক স্থানে উক্ত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় অংশগ্রহণ করে, রুফ ক্রপ কেয়ার লিঃ এর কর্মকর্তা-কর্মচারী, বালাইনাশক ব্যবসায়ীসহ আদর্শ চাষীরা । কৃষি বিষয়ক পরামর্শের পাশাপাশি আলু চাষের সঠিক উৎপাদন সম্পর্কে বিশেষ আলোকপাত হয়।
সিরাজুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় সভাপতির বক্তব্য রাখেন মেসার্স মুন ট্রেডার্সের সত্ত্বাধীকারী আব্দুল মোন্নাফ এবং প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অত্র কোম্পানীর ম্যানেজার (সেলস্ এন্ড মার্কেটিং) গোলাম মোস্তফা।
কীভাবে মানসম্মতভাবে ফসল উৎপাদন সম্ভব সে বিষয় নিয়ে চাষী এবং ব্যবসায়ীদের মাঝে বিস্তর আলোচনা করেন কর্মশালার প্রশিক্ষক। সামনে আলুর মৌসুম, তাই আলুর চাষের উপর গুরুত্ব দিয়ে সবাইকে আলু চাষের সকল বিষয়দি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। আলু রোপন থেকে বপণ পর্যন্ত সঠিক পরিমাণে সার-কীটনাশক এর ব্যবহার সম্পর্কে আলোচনা করেন কর্মশালার প্রশিক্ষক গোলাম মোস্তফা।
তিনি বলেন, যদি উন্নত প্রযুক্তি ব্যবহার করে আলু চাষ করা যায় তাহলে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিমাণ আলু বিঘা প্রতি উৎপাদন সম্ভব, যা বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সাহায্য করবে। অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নোত্তর পর্ব শেষে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ঘোষণা করেন।