সপ্তাহব্যাপী লকডাউন কার্যকর করতে মাদারীপুরে প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করেছে। এসময় সতেচনামূলক হ্যান্ড মাইকিংসহ কঠোর অবস্থানের বিষয় জানানো হয়। সোমবার সকালে মাদারীপুর পৌর শহরের পুরানবাজার, নতুন শহর, ইটেরপুরসহ গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালানো হয়। জানা যায়, সরকারের বেঁধে দেয়া লকডাউনের প্রথম দিন মাদারীপুরে অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।
গণপরিবহন বন্ধ থাকায় ইজিবাইক, অটোরিক্সায় যাত্রীরা যাতায়াত করছে। অন্য দিনের তুলনায় সাধারণ মানুষকে বাহিরে দেখা যায়নি। মাদারীপুর প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে নানা পদক্ষেপ। সকালে মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, অতিরিক্ত পুলিশ সুপার এহসানুর রহমান ভূইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস, সদর থানার ওসি কামরুল হাসান মিয়াসহ প্রশাসনের একটি টিম শহরের গুরুত্বপূর্ণ স্থানে যৌথ অভিযান পরিচালনা করেন। জেলার কালকিনি,রাজৈর ও শিবচড় উপজেলাও প্রসাশন প্রচার অভিযান পরিচালনা করেন।
কালকিনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদি হাসান,কালকিনি থানার অফিসার ইনর্চাজ(ওসি) ইসতিয়াক আসফাক রাসেল,কালকিনি সহকারী ভুমি কমিশনার সাইফুল অভিযান,প্রচার প্রচারনা করেন।এসময় লকডাউনের প্রথম দিন হওয়ায় কাউকে আর্থিক জরিমানা ও সাজা দেয়া হয়নি। তবে আগামীকাল থেকে আরো কঠোর হওয়ার হুশিয়ারি দেয়া হয়। হ্যান্ডে মাইকে সবাইকে সচেতনামূলক মাইকিং করা হয়।