করোনা ভাইরাসে সংক্রমিত লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান চৌধুরী আরোগ্য কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত হয়েছে। ৩১ জুলাই শুক্রবার বিকেলে উপজেলার রসুলগঞ্জ জামে মসজিদে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. তাফাজ্জল হোসেন চৌধুরী ফিরোজ, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম মেম্বার, সহ-সভাপতি মফিজুল ইসলাম মামুন পাটওয়ারী, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক এবিএম গোফরান হোসেন বাবু, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন স্বপন , আরিফ হোসেন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।