লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনকে ১২ হাজার ৫০০ মাস্ক এবং ১২৫ টি হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেছে জেলা এনজিও ফোরামের নেতৃবৃন্দ।
করোনা ২য় ঢেউ মোকাবেলায় জনসাধারণ কে সচেতন করার পাশাপাশি বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করার জন্য প্রশাসন কে এই সহায়তা প্রদান করেছে এনজিও ফোরাম।
সোমবার (৭ ডিসেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। এসময় এনজিও নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ওয়াইজে’র নিবাহী পরিচালক সাবরিনা আক্তার, সামছুল আলম লিটু (ভয়েস), বনি রডিক্স (সেভ), পারভিন হালিম (সিডব্লিডিএ), মো: হানিফ (কোডেক), বিপ্লব ভৌমিক (এনআরডিএস) প্রমুখ।