লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত ৩ তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করেন সাবেক বিমানমন্ত্রী ও সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামাল।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) বিকালে বিদ্যালয়ের প্রাঙ্গনে নবনির্মিত ভবনে ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়।
শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের ১ কোটি ২ লক্ষ টাকা ব্যায়ে এ ভবনটি নির্মান করা হয়। ভবন উদ্বোধন শেষে এমপির ব্যাক্তিগত অর্থায়নে ২ শতাধিক অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা কমিউনিটি পুলিশিং সেল এর সভাপতি ও সাবেক ছাত্র নেতা জাকির হোসেন ভূঁইয়া আজাদ, ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি, সদর থানা আওয়ামীলীগের সদস্য আবদুল খালেক বাদল, ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবুল, যুগ্ম-আহ্বায়ক শাহ আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম সালাহ উদ্দিন শিকদার প্রমুখ।
শীতবস্ত্র বিতরন শেষে এমপি বলেন, তার নির্বাচনী এলাকায় এ শীতে প্রায় ৫ হাজার অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরন করা হবে।