স্বল্পোন্নত দেশ হতে উন্নয়শীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুরে ২ দিন ব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে। ২৭ মার্চ শনিবার সকালে স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন আয়োজিত মেলার উদ্বোধন পূর্বক আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন ইরাকের রাষ্ট্রদূত মোঃ ফজলুল বারী।
জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার. ড এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম০সেবা), জেলা পরিষদ প্রধান নির্বাহী কুল প্রদীপ চাকমা, সিভিল সার্জন ডাঃ আব্দুল গাফফার, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী, অতিরিক্ত জেল প্রশাসক সার্বিক সফিউজ্জামন ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিউনিটি পুলিশিং সেল এর সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ।
এছাড়াও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মেলা পরিদর্শন করেন অতিথি বৃন্দ।
মেলায় বিভিন্ন পণ্য নিয়ে প্রায় ২০ টি স্টল অংশ নেয়। আগামীকাল সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এ মেলা।