আসন্ন নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা নির্বাচনে সাবেক মেয়র মুনজুরুল ইসলাম বিমল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করবেন। তিনি নিজের নির্বাচনী প্রধান কার্যালয় উদ্বোধন করেছেন।
মঙ্গলবার (৮ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গোপালপুর বাজারে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।
এসময় তিনি করোনা মহামারিত জনসচেতনতা বৃদ্ধির জন্য সকলের মাঝে মাক্স বিতরণ করেন। উদ্বোধন অনুষ্ঠানে তিনি জানান, নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হলে জয় সুনিশ্চিত জানিয়ে সকল নেতাকর্মীদের তার পক্ষে স্বাস্থ্যবিধি মেনে ও নির্বাচনে আচরণবিধি মেনে প্রচারণা চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন।
নাটোর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মনজুরুল ইসলাম বিমল গত জাতীয় সংসদ নির্বাচনে কৃষক- শ্রমিক – জনতা লীগের মনোনিত ঐক্য জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে অংশ গ্রহন করলেও শেষ পর্যন্ত প্রার্থীতা পরিবর্তন হওয়ায় টিকে থাকতে পারেনি।