সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য নির্মানাধীন ঘর সরজমিনে পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপ-সচিব সায়লা ইয়াসমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাফিনুল ইসলাম, বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ প্রমুখ।
জানা যায় জেলা প্রশাসক উপজেলার কাশিমাড়ী, ঈশ^রীপুর ও শ্যামনগর সদর ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য নির্মানাধীন “ক” শ্রেণির ঘর সরজমিনে পরিদর্শন করেন । উপজেলায় ২৯০টি ঘর নির্মানাধীন রয়েছে।