২ এপ্রিল শুক্রবার বেলা ২ টার সময় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগরে এই প্রথম হেলিকপ্টার চড়ে আকাশ পথে হেলিকপ্টার চড়ে বিয়ে করতে গেলেন এক বর।
বর হল উপজেলার নুরনগর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী মোঃ মিজানুর রহমানের ছেলে মোখলেছুর রহমান। পরিবারের আশা পূরণ করতে ব্যতিক্রমধর্মী আয়োাজনে এই বিয়ে। হেলিকপ্টার দেখতে সকাল থেকে উপজেলার নুরনগর ইউপির রামজীবনপুর গ্রাম সহ আশপাশের কয়েকটি গ্রামের উৎসুক জনতা স্থানীয় রামজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভিড় জমান।
হেলিকপ্টারে বিয়ে সেটা আবার বাংলাদেশের প্রত্যন্ত এলাকা নুরনগরের রামজীবনপুর অজোপাড়া গাঁয়ে। গ্রামবাসী এক সময় পালকিতে বিয়ে দেখলেও এ যুগের মানুষের কাছে তা শুধুই ইতিহাস। এবার নতুন করে যুক্ত হলো হেলিকপ্টারে বিয়ে।
পরিবার সুত্রে জানা যায়, শুক্রবার ২টার দিকে বরবেশে রামজীবনপুর স্কুল মাঠে প্রাইভেট কারে যান বর মোখলেছুর রহমান। তার কিছুক্ষণ পর একটি বেসরকারি হেলিকপ্টার হাজির হয় স্কুল মাঠে। সেটি এক নজর দেখতে শত শত গ্রামবাসীর উপচে পড়া ভিড়। সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। প্রাইভেট থেকে নেমে বর উঠে বসেন হেলিকপ্টারে। মুহূর্তেই হেলিকপ্টার চলে যায় একই উপজেলার কৈখালী ইউনিয়ের পরানপুর গ্রামের মৎস্য ঘের ব্যবসায়ী মোঃ জিল্লুর রহমানের বাড়ি। তারপর কনের বাড়ির বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর-কনে ফিরে আসেন হেলিকপ্টার চড়ে। এমন বিয়ে দেখে খুশি এলাকাবাসী। গ্রামের অনেকেই মতপ্রকাশ করে বলেন উপজেলায় এটাই প্রথম হয়তবা হেলিকপ্টার চড়ে কোন ছেলের মেয়ের বিয়ে অনুষ্ঠান। জানা যায় বর মোকলেছুর রহমান ও কনে জবা আক্তার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী।