সাতক্ষীরা জেলার মডেল ক্লিনিক শ্যামনগর উপজেলার দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন ইউনিসেফ প্রতিনিধিবৃন্দ।
মঙ্গলবার সকালে ইউনিসেফ বাংলাদেশের ওয়াশ স্পেশালিষ্ট মনিরুল আলম, ওয়াশ অফিসার নাহিদ মাহামুদ, জেলা জনস্বাস্থ্য প্রকেীশল অধিদপ্তরের নির্বাহী প্রকেীশলী মোঃ আরশাদ আলী সহ অন্যান্য অতিথিবৃন্দ দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন ।
পরিদর্শনকালে প্রতিনিধিবৃন্দ ইউনিসেফ কতৃক প্রদত্ত পা দিয়ে চালিত হাত ধোয়ার মেশিনের ব্যবহার, করোনা প্রতিরোধে বাস্তবায়িত কার্যক্রমসমূহ সহ বিভিন্ন ধরনের উদ্ভাবনীমূলক কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করে ক্লিনিকে আগামীতে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে সিএইচসিপি অনিরুদ্ধ কর্মকারকে আশ্বাস প্রদান করেন।
এ সময় কেয়ার বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ, ক্লিনিকের ভূমিদাতা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।