সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ অধ্যাপক তম্ময় কুমার সাহা বদলী হয়েছেন। প্রায় ৪ বছর যাবত তিনি শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে দায়িত্ব পালন করেছেন। এই নিয়ে কলেজ সরকারি করণ থেকে কলেজে দুই জন অধ্যক্ষ বদলী হয়েছেন।
বর্তমানে শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন কলেজের শিক্ষক মোঃ আবুল হোসেন। বিদায়ী অধ্যক্ষ খুলনা মজিদ মেমোরিয়াল সিটি কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান করবেন।
অধ্যক্ষ তম্ময় কুমার সাহার বদলী জনিত বিদায় সংবর্ধনা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে সোমবার সকালে শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ড.প্রতাপ কুমার রায় সহ সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ। বিদায়ী অধ্যক্ষ শ্যামনগর কর্মরত থাকা কালিন সময়ে সকলের সহযোগিতার জন্য সকল শিক্ষকমন্ডলীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।