সুনামগঞ্জে চোর সিন্ডিকেডের ১ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম- শাহ আলম (৩৫)। সে বি-বাড়িয়া জেলার জালাল মিয়ার ছেলে। আজ রবিবার (১৪ই ফেব্রুয়ারী) সন্ধ্যায় চোর সিন্ডিকেডের সদস্য শাহ আলমকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। সকাল ৭টায় পুলিশ তাকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়- আজ রবিবার (১৪ই ফেব্রুয়ারী) ভোরে সুনামগঞ্জ পৌরশহরের হাছন নগর এলাকার এক বিশিস্ট ব্যবসায়ীর বাসার জানালার রড ভেঙ্গে একদল চোর ঘরের ভিতরে প্রবেশ করে নগদ ৪ লক্ষ ৪৬হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। ওই সময় বাড়ির লোকজন তাড়া করে শাহ আলম নামের এক চোরকে ধরে ফেলে। আর অন্যরা পালিয়ে যায়। এঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চোর সিন্ডিকেডের সদস্য শাহ আলমকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এঘটনার প্রেক্ষিতে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার এসআই হাবিবুর রহমান বলেন- গ্রেফতারকৃত চোর সদস্যকে জেলহাজতে পাঠানো হয়েছে। এই সিন্ডিকেডের অন্য সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।