গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা, কাপাসিয়া, তারাপুর ও হরিপুর ইউনিয়নে পৃথক পৃথকভাবে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের আলোচনা সভানুষ্ঠিত হয়।
“কমলা রঙের বিশ্বে নারী- বাঁধার পথ দিবেই পাড়ি”-এ প্রতিপাদ্যের আলোকে গত বুধ ও বৃহস্পতিবার বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা ‘এসোড’ বাস্তবায়নে ফ্লাড রেজিলিয়েন্স প্রকল্পের আয়োজনে এসব ইউপি হলরুমে আলোচনা সভানুষ্ঠিত হয়েছে।
পৃথক পৃথক ইউনিয়নে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যথাক্রমে ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ্, শিক্ষক মীর মমতাজ বেগম, ক্রাগ কমিটির সভাপতি মল্লিকা বেগম, ও ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম সরকার। সভা সমূহে সভাপতিত্ব করেন পর্যায়ক্রমে বেলকা ইউপি সদস্য আনোয়ারা বেগম, কাপাসিয়া ইউপি সদস্য তারা মিয়া, তারাপুর ইউপি সচিব শাহীন মিয়া ও হরিপুর ইউনিয়ন নারী-শিশু কল্যাণ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি কোহিনুর বেগম। সংশ্লিষ্ট বিষয়ে মূলবিষয়বস্তু তুলে ধরেন এসোড’র ফ্লাড রেজিলিয়েন্স প্রকল্প ব্যবস্থাপক শাহিন আহমেদ, ফিল্ড অফিসার (এফও) মোক্তার হোসেন, এফএফ মিজানুর রহমান, ফারহানা আফরোজ ও সফুরা খাতুন।
দাতা সংস্থা জুরিখ এলায়েন্স ও কনসার্নওয়ার্ল্ডওয়াইড’র সহযোগিতায় অনুষ্ঠিত সভায় ইউনিয়ন সমূহের ইউডিএমসি, ক্রাগ, পারিবারিক বিরোধ নিরসনে নারী ও শিশু কল্যাণ সট্যান্ডিং কমিটি, কিশোর-কিশোরী ক্লাব ও বিভিন্ন নারী সমাজের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করে।