দিনাজপুরের হাকিমপুরে মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতে ২২ ব্যক্তিকে ৮ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলার মংলা বাজারে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর-এ-আলমের নেত্বত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর-এ-আলম জানান, করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার নানামূখী পদক্ষেপ গ্রহন করেছেন। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক না পরায় মংলাবাজারে অভিযার পরিচালনা করে ২২ ব্যক্তিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, এই উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।