কুড়িগ্রামের নাগেশ্বরীতে আবারও জেগে বসেছে শীত, কাপছে হতদরীদ্র ও বস্ত্রহীন মানুষ। ঘন কুয়াশায় শীত ক্রমেই বাড়ছে সাথে সাথে গরীব অসহায় মানুষের শীতের কষ্টও বেড়ে গেছে । শীতে বিপর্যস্থ হয়ে পড়েছে সাধারন জনজীবন।
গত ৩ দিনের শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বিকাল থেকে ঘন কুয়াশায় চাদরে ঢেকে যায় চারদিক। রাস্তার দিনের বেলায় লাইট দিয়ে চালানো হচ্ছে যানবাহন। সারারাত গুড়িগুড়ি বৃষ্টির মতোই ঝরতে থাকে কুয়াশা। এতে বৃদ্ধ ও শিশুদেরকে নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবারের লোকজন।
চারদিক কুয়াশায় আচ্ছন্ন থাকায় চরম ঠান্ডায় কাজ করতে পারছেনা অনেকেই। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন পেশার শ্রমিকরা। নদী তীরবর্তী ও চরাঞ্চলের প্রান্তিক মানুষের মাঝেও বেড়েছে দুর্ভোগ। শীত জনিত রোগের প্রকোপ দেখা যাচ্ছে প্রত্যন্ত এলাকায়। এছাড়াও গৃহপালিত পশুপাখি নিয়েও চরম বিপাকে পড়েছেন খামারীসহ অন্যান্যরা।
সামাজিক সংগঠনগুলো ইতোমধ্যে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে। আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, শৈত্য প্রবাহ আরও তিন চারদিন থাকতে পারে।