গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়ন জাতীয় মহিলা পার্টির সমাবেশ ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে ১’শ ১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার বিকেলে জাতীয় মহিলা পার্টির আয়োজনে ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক আক্তার বানু। সমাবেশে সম্মানীত অতিথির বক্তব্য রাখেন উক্ত ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি প্রভাষক শরিফুল ইসলাম শাহিন, সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক মশিউর রহমান পলাশ, উপজেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, অটোশ্রমিক পার্টির সভাপতি রিপন মিয়া, জাতীয় যুব সংহতির আহ্বায়ক গোলাম রব্বানী রুবেল।
উপজেলা জাতীয় মহিলা পার্টির যুগ্ন-আহ্বায়ক জুলহালিফা আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা পার্টির যুগ্ন-আহ্বায়ক ফেরদৌসী বেগমসহ জাপা ও অন্যান্য সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। শেষে ইউনিয়ন মহিলা পার্টির সকলস্তরের সদস্যদের উপস্থিতিতে কাউন্সিল অধিবেশনে শিমুলী বেগমকে সভাপতি, মোর্শেদা বেগমকে সাধারন সম্পাদক ও নজিলা বেগমকে সাংগঠনিক সম্পাদক করে ইউনিয়ন জাতীয় মহিলা পার্টির ১’শ ১ সদস্যের কমিটি ঘোষনা করেন ইউনিয়ন জাপার সভাপতি প্রভাষক শরিফুল ইসলাম শাহিন। অনুষ্ঠানে উপস্থিতি ছিল ৩ শতাধিক।