যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস-২০২১পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ কর্মসূচি, মুক্তিযুদ্ধ কর্ণারে বই প্রদান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুহা. আতাউর রহমান।
পরে বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌধের পাদদেশে এসে মিলিত হয়।
এরপর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। পরে পর্যায়ক্রমে শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারি সমিতি, আবাসিক হল, বিভিন্ন বিভাগ, ইবি ছাত্রলীগ, ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি অন্যান্য সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।