জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাংচুর করার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম মানববন্ধন করেছেন।
রবিবার (৬ ডিসেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমানের সঞ্চালনায় এবং সভাপতি অধ্যাপক ড.রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান, অধ্যাপক ড. সেলিনা নাসরিন, ড. মোঃ আবু হেনা মোস্তফা জামাল প্রমুখ।
এসময় শাপলা ফোরামের সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মচারী সমিতি, অফিসার্স এসোসিয়েশনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য,বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।