গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাধীন ১০ নং শান্তিরাম ইউপি নির্বাচন উপলক্ষে আওয়ামী প্রার্থী মোস্তাফিজুর রহমানের আগাম মতবিনিময় সভা অনুষ্ঠিত। ১৬ অক্টোবর ২০২০ ইং তারিখে সন্ধ্যায় তিনি তার নিজ গ্রাম থেকে আগাম নির্বাচনের মতবিনিময় সভার শুভ সূচনা করেন। উক্ত সভায় মোস্তাফিজুর রহমান ছোট বড় সকলের কাছে দোয়া কামনা করে বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন।
সভায় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বক্তব্য রাখেন আব্দুল হান্নান মাস্টার, সাবেক ইউপি সদস্য সোলায়মান আলী, আব্দুল মতিন, শাহ আলম, নূরুল হক, তারা মিয়া সহ আরও অনেকে। স্থানীয়রা মোস্তাফিজুর রহমানকে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার আশ্বাস প্রদান করেন।